free html5 templates

মাধ্যমিক  (ভর্তি সংক্রান্ত র্নিদেশাবলি)

মাধ্যমিক বিভাগের জন্য বিশেষ নির্দেশাবলি

১। ভর্তির সময় পূর্ব বিদ্যালয় পরিত্যগ পত্র (School Leaving Certificate) অবশ্যই জমা দিতে হবে।

২। বিদ্যালয়ের পরীক্ষার প্রগতি পত্র (Progress Report) নির্দিষ্ট দিনের মধ্যে অবশ্যই ফেরৎ দিতে হবে। প্রগতি পত্র হারালে বা নষ্ট করলে বিদ্যালয় নির্ধারিত ফি জমা দিয়ে প্রতিলিপি সংগ্রহ করতে হবে।

৩। কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য প্রতিমাসের নির্ধারিত ফি ৩৫ টাকা অবশ্যই ঐ মাসের প্রথমে জমা দিতে হবে।

উচ্চমাধ্যমিক  (ভর্তি সংক্রান্ত র্নিদেশাবলি)

উচ্চমাধ্যমিক স্তরে ভর্তি সংক্রান্ত নির্দেশাবলি

বিদ্যালয়-নােটিশ বাের্ডে প্রদত্ত যােগ্যতা নির্ধারক নম্বর অনুসারে উচ্চমাধ্যমিক স্তরে বিভিন্ন বিভাগের জন্য আবেদন পত্র বিতরণ, জমা এবং ভর্তি নেওয়া হবে।

বিষয় সমূহ

প্রতিটি বিভাগে বাংলা এবং ইংরেজি আবশ্যিক বিষয়সহ নিন্মলিখিত সংশ্লিষ্ট বিভাগ অনুসারে যে কোন চারটি মাত্র ঐচ্ছিক বিষয় (Elective Subject) নেওয়া যাবে।



বিঞ্জান বিভাগ

১। পদার্থবিদ্যা (Physics)
২। রসায়ণবিদ্যা (Chemistry)
৩। গণিত (Mathematics)
৪। জীববিদ্যা (Biological Science)




কলা বিভাগ

১। ইতিহাস (History) / কৃষি বিদ্যা (Agronomy)
২। ভূগােল (Geography)
৩। সংস্কৃত (Sanskrit) / অর্থনীতি (Economics)
৪। রাষ্ট্রবিঞ্জান (Pol. Science)
৫। কম্পিউটার অ্যাপ্লিকেশন (Computer Application)
৬। পুষ্টি বিঞ্জান (Nutrition)



বাণিজ্য বিভাগ

১। হিসাবশাস্ত্র (Accountancy)
২। কারবার শিক্ষণ (Business Studies)
৩। অর্থনীতি (Economics)
৪। পরিব্যয় হিসাব বিদ্যা ও আয়কর (Costing and Taxation)
৫৷ বাণিজ্যিক আইন ও নিরীক্ষাশাস্ত্র (Commercial Law &
Preliminaries of Auditing)
৬। কম্পিউটার অ্যাপ্লিকেশন (Computer Application)




"सा विद्या या बिमुक्तये"

  • Index No: V2-051
  • H.S Code: 105057
  • (Science, Arts & Commerce)

  • Developed By Mir Rahed Uddin 
  • EX Student

  • © Copyright 2022
  • All Rights Reserved