free site creation software

সাধারন নিয়মাবলী


১। নতুন শ্রেনীতে ভর্তির সময় অভিভাবককে অবশ্যই উপস্থিত থেকে বিদ্যালয় অ্যাডমিশান রেজিষ্টারে স্বাক্ষর প্রদান করতে হবে।

২। নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ববর্তী বিদ্যালয় পরিত্যাগ সংক্রান্ত শংসা পত্র (School Leaving Certificate) জমা দিতে হবে।

৩। নতুন ভর্তির সময় এবং শিক্ষা বর্ষের প্রথমে বিদ্যালয়ের দেয় ফি অবশ্যই জমা দিতে হবে।

৪। বিদ্যালয়ের নির্ধারিত স্বরস্বতী পূজার চাঁদা এবং অন্যান্য সাহায্য অবশ্যই অতিরিক্ত জমা দিতে হবে।

৫৷ প্রত্যহ বিদ্যালয়ের নির্ধারিত পােশাক-ব্যাজ সম্বলিত সাদা জামা ও ফুল প্যান্ট, কালাে বেল্ট, কালাে সু ও সাদা মােজা এবং শীতের সময় সােয়েটার পরে আসা বাধ্যতামূলক।

৬। শারীরশিক্ষার ক্লাসের জন্য সাদা স্যান্ডাে গেঞ্জী ও সাদা হাফ প্যান্ট ব্যাবহার বাধ্যতামূলক।

৭। প্রত্যেক ছাত্রকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। প্রার্থনা সূচক ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে সুশৃঙ্খলভাবে ও সারিবদ্ধভাবে প্রার্থনা সমাবেশে যােগদান করতে হবে। প্রার্থনা শেষে সারিবদ্ধভাবে নিজ নিজ শ্রেনীকক্ষে আসন গ্রহন করতে হবে।

৮। পঞ্চম শ্রেনী থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় নেওয়া বাধ্যতামূলক।

৯। বিদ্যালয় বর্ষপঞ্জি প্রত্যেক দিন অবশ্যই বিদ্যালয়ে আনতে হবে। যে কোন সময় বর্ষপঞ্জি বিদ্যালয় অফিসে প্রয়ােজন হতে পারে। হটাৎ কোন জরুরী প্রয়ােজনে বিদ্যালয় থেকে বাড়ি যেতে চাইলে বর্ষপঞ্জির সঙ্গে সংক্লিষ্ট আবেদন পত্র আভিভাবকের স্বাক্ষর সহ প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে।

১০। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকতে হবে। অনুপস্থির জন্য উপযুক্ত কারণ অভিভাবকের কাছ থেকে বিদ্যালয় বর্ষপঞ্জিতে নথীভুক্ত করে শ্রেণী-শিক্ষকের কাছে জমা দিতে হবে। পাঁচ দিনের বেশী অনুপস্থিত থাকলে উপযুক্ত প্রমান পত্র সহ প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে হবে।

১১। শতকরা ৮০ দিন বিদ্যালয়ে উপস্থিত না থাকলে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়া যাবে না।

১২। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদ নির্ধারিত পর্যায়ক্রমিক/একক অভীক্ষা মূল্যায়নে অংশ নেওয়া বাধ্যতামূলক।

১৩৷ শারীরিক অসুস্থতা বা অন্য কোন কারনে পর্যায়ক্রমিক/একক অভীক্ষা মূল্যায়নে অনুপস্থিত থাকলে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে উপযুক্ত কারন সহ শীঘ্র অবেদন করতে হবে। ফল প্রকাশের পরে আবেদন কোন মতে গ্রাহ্য হবে না।

১৪। বিদ্যালয়ের সামগ্রিক মূল্যায়নের ফল প্রকাশের দিন সমস্ত ছাত্রকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

১৫৷ বিদ্যালয়ে পালনীয় জাতীয় দিবস (সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস) ও অন্যান্য অনুষ্ঠানে বিদ্যালয়ের নির্দিষ্ট পােশাকে প্রত্যেক ছাত্রকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

১৬। বিদ্যালয় থেকে পরিত্যাগ পত্র (school Leaving Certificate) নিতে হলে এক সপ্তাহ আগে বিদ্যালয় অফিসে নির্দিষ্ট ফর্মে আবেদন জানাতে হবে।

১৭। ছাত্রদের শ্রেণীকক্ষসহ বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখতে হবে।

১৮। বিদ্যালয়ে কোন প্রকার গােলমাল করা চলবে না এবং বিদ্যালয়ের আসবাবপত্রে, দেওয়ালে বা অন্য কোথাও কিছু লেখা চলবে না।

১৯। বিদ্যালয় প্রাঙ্গণে মােবাইল এবং আইপড ব্যাবহার করা চলবে না।

২০। বাৎসরিক ক্রীড়া প্রতিযােগিতা, সাংস্কৃতিক প্রতিযােগিতা এবং শিক্ষা ও বিঞ্জান বিষয়ক সেমিনারে ছাত্রদের অংশ গ্রহন বাধ্যতামূলক।

২১। বিশৃঙ্খল ও অসদাচরণকারী ছাত্রের বিরুদ্ধে বিদ্যালয়ের আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

২২। সুনাগরিক হিসাবে ছাত্রদের বিদ্যালয়ের সুস্থ পরিবেশ, পরিচয়, অখন্ডতা, নিয়ামুবর্তিতা, শৃঙ্খলাবােধ, জাতীয়তাবােধ, ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে হবে।



প্রধান শিক্ষকের সঙ্গে সাক্ষাতের সময় বিকেল ৩টার পর।

বিশেষ ক্ষেত্রে প্রয়ােজনবােধে প্রধান শিক্ষক ছাত্রসহ অভিভাবকের সঙ্গে সাক্ষাত করবেন : শনিবার বিকেল ৩টা থেকে ৫টা।




"सा विद्या या बिमुक्तये"

  • Index No: V2-051
  • H.S Code: 105057
  • (Science, Arts & Commerce)

  • Developed By Mir Rahed Uddin 
  • EX Student

  • © Copyright 2022
  • All Rights Reserved